bih.button.backtotop.text

নতুন HPV ভ্যাকসিন : ক্যান্সার প্রতিরোধে নতুন শক্তি

December 31, 2020
    

201101_Bumrungrad-IDM_Cervical-Cancer-Awareness-Campaign_Carousel_Bengali_AW-01.jpg

 

HPV কি?
 

হিউমান প্যাপিলোমা ভাইরাস এ শতাদিক জীবাণু আছে যার ৪০ এর অধিক জীবাণু মানুষকে অসুস্থ করতে পারে. HPV জীবাণু ৬ এবং ১১ যৌনাঙ্গে আঁচিল তৈরী করতে পারে, অপরদিকে ১৬ এবং ১৮ যৌনাঙ্গ এবং মলদ্বারের ক্যান্সারের জন্য দায়ী.

বর্তমানে HPV এর কোনো ঔষধ এবং চিকিৎসা নাই, কিন্তু ভ্যাকসিন আছে যা প্রথমত এর আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারে. বর্তমানে থাইল্যান্ডে এর দুই ধরণের ভ্যাকসিন রয়েছে :
  • ২ ভ্যালেন্ট HPV ভ্যাকসিন (১৬ এবং ১৮ এর জীবাণু থেকে প্রতিরোধ করে)
  • ৪ ভ্যালেন্ট HPV ভ্যাকসিন (৬, ১১, ১৬ এবং ১৮ এর জীবাণু থেকে প্রতিরোধ করে)
     
সুখবর হলো, নভেম্বর ২০২০  একটি নতুন ভ্যাকসিন থাইল্যান্ডে এসেছে যা ৯ ধরণের জীবাণু থেকে প্রতিরোধ করে যা আগের তুলনায় অনেক বেশি প্রতিরোধ করতে সক্ষম.


 


হিউমান প্যাপিলোমা ভাইরাস ৯ ভ্যালেন্ট ভ্যাকসিন কি ?
 

পূর্বের ৪ ভ্যালেন্ট থেকে তৈরী, ৯ ভ্যালেন্ট ভ্যাকসিন তৈরী হয়েছে ভাইরাস এর মতো জীবাণু থেকে. এটা পুরুষ এবং মহিলা উভয়কে ৬,১১,১৬,১৮,৩১,৩৩,৪৫,৫২ এবং ৫৮ এর জীবাণু থেকে প্রতিরোধ করে যাদের বয়স ৯ থেকে ৪৫.



 

এই ভ্যাকসিন কিসের থেকে প্রতিরোধ করতে পারে ?
 

৯ ভ্যালেন্ট ভ্যাকসিন উভয় পুরুষ এবং  মহিলাদেরকে নিন্মলিখিত ভাবে প্রতিরোধ করতে পারে

 
৯ থেকে ৪৫ বছরের মহিলা ৯ থেকে ৪৫ বছরের পুরুষ
  •  সারভিক্যাল ক্যান্সার, vulvar ক্যান্সার, যৌনাঙ্গের ক্যান্সার, মলদ্বারের ক্যান্সার, মুখ এবং গলার ক্যান্সার (HPV জীবাণু ১৬,১৮,৩১,৩৩,৪৫,৫২ এবং ৫৮ থেকে)
  • সারভিক্যাল ক্যান্সারের দাগ, vulvar ক্যান্সার, যৌনাঙ্গের ক্যান্সার, মলদ্বারের ক্যান্সার (HPV জীবাণু ৬,১১,১৬,১৮,৩১,৩৩,৪৫,৫২ এবং ৫৮ থেকে)
  • যৌনাঙ্গে আঁচিল (HPV জীবাণু ৬ এবং ১১ থেকে )
  • মলদ্বারের ক্যান্সার, মুখ এবং গলার ক্যান্সার (HPV জীবাণু ১৬,১৮,৩১,৩৩,৪৫,৫২ এবং ৫৮ থেকে)
  • মলদ্বারের ক্যান্সারের দাগ, (HPV জীবাণু ৬,১১,১৬,১৮,৩১,৩৩,৪৫,৫২ এবং ৫৮ থেকে)
  • যৌনাঙ্গে আঁচিল (HPV জীবাণু ৬ এবং ১১ থেকে )
 



এই ভ্যাকসিন কার জন্য উপযুগী?
 

৯ ভ্যালেন্ট ভ্যাকসিন উভয় ৯ থেকে ৪৫ বছরের নারী এবং পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য. যখন আমাদের প্রতিরোধ ক্ষমতা বেশি তখন এই ভ্যাকসিন নেয়া বেশি কার্যকর, এবং প্রথম শারীরিক মিলনের পূর্বে হলে ভালো হয়. যারা শারীরিকভাবে মিলিত হয়েছেন তারাও এই ভ্যাকসিন নিতে পারেন, কিন্তু এটা হয়তোবা তেমন কার্যকরী নাও হতে পারে যখন শারীরিক মিলনের পূর্বে নেয়া হয়.



 

কিভাবে এই ভ্যাকসিন দেয়া হয় ?
 

৯ ভ্যালেন্ট ভ্যাকসিন হাত বা পায়ের উপরের মাংসপেশিতে দেয়া হয় . কতগুলো ইনজেকশন নিতে হবে তা নির্ভর করে আপনার বয়সের উপর যা নিন্মের টেবিল এ দেয়া আছে :

 
বয়স ইঞ্জেকশনের পরিমান সময়
৯ থেকে ১৪ বছর* ২** প্রথম ইনজেকশন : প্রথম সাক্ষাতের দিন
দ্বিতীয় ইনজেকশন : প্রথম ইঞ্জেকশনের ৬-১২ মাস পর
  প্রথম ইনজেকশন : প্রথম সাক্ষাতের দিন
দ্বিতীয় ইনজেকশন : প্রথম ইঞ্জেকশনের ২ মাস পর
তৃতীয় ইনজেকশন : প্রথম ইঞ্জেকশনের ৬ মাস পর
15-45 years প্রথম ইনজেকশন : প্রথম সাক্ষাতের দিন
দ্বিতীয় ইনজেকশন : প্রথম ইঞ্জেকশনের ২ মাস পর
তৃতীয় ইনজেকশন : প্রথম ইঞ্জেকশনের ৬ মাস পর

*কতগুলো ইনজেকশন নিতে হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত ডাক্তার নিবেন
**যদি দ্বিতীয় ইনজেকশন প্রথম ইঞ্জেকশনের ৫ মাসের আগে নেয়া হয় তবে তৃতীয় ইনজেকশন নিতে হবে দ্বিতীয় ইঞ্জেকশনের কমপক্ষে ৪ মাস পর.
 




এই ভ্যাকসিনের পার্শপ্রতিক্রিয়া


সাধারণত এই ভ্যাকসিনের কোনো মারাত্মক প্রতিক্রিয়া নেই. সামান্য প্রতিক্রিয়া হয় যেমন, ব্যথা, ফুলে যাওয়া, অথবা ইনজেকশন দেয়ার জায়গা একটু লাল হয়ে যাওয়া. এর সাথে মাথা ব্যথা , জ্বর, বমি বমি ভাব, দুর্বলতা আর পেট ব্যথা হতে পারে. এই সমস্যা গুলো অল্প সময় স্থায়ী হয় এবং কোনো ঔষধ নেবার আগেই সেরে যায়.



 

সাবধানতা
 

৯ ভ্যালেন্ট ভ্যাকসিন তাদের নেয়া উচিত নয় যাদের পূর্বে এই ভ্যাকসিন বা ৪ ভ্যালেন্ট ভ্যাকসিন নেয়াতে কোনো বড় ধরণের পার্শপ্রতিক্রিয়া হয়েছিল এবং যাদের অনেক ইস্ট এলার্জি রয়েছে .



 

আমি কি এই ভ্যাকসিন আবার নিতে পারি যদিও আমার ২ ভ্যালেন্ট অথবা ৪ ভ্যালেন্ট এর ৩ টি ইনজেকশন নেয়া থাকে?


চিকিৎসা বিজ্ঞান প্রমান করেছে ২ ভ্যালেন্ট অথবা ৪ ভ্যালেন্ট ইনজেকশন নেবার পরও এই ভ্যাকসিন নেয়া নিরাপদ. তবে ডাক্তার সিদ্ধান্ত নিবেন পরবর্তী আর কোনো ভ্যাকসিন নেবার প্রয়োজন আছে কিনা.

 
201101_Bumrungrad-IDM_Cervical-Cancer-Awareness-Campaign_Carousel_English_AW-03.jpg
 

আরো বিস্তারিত জানতে বামরুনগ্রাদের ড্রাগ ইনফরমেশন সার্ভিসের সাথে যোগাযোগ করুন:

Tel: +66(0) 2 011 3399 Email: [email protected]
 
For more information please contact:


Related Packages

Related Health Blogs